Print Date & Time : 14 May 2025 Wednesday 8:40 pm

কালিয়াকৈরে বাজারে উচ্ছেদ ও জরিমানা

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ ও দুই দোকান মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ২/৩ দিন আগে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।
কিন্তু ২/৩ দিনের মধ্যে আবারো সড়ক ও ফুটপাত দখল করে কয়েকটি দোকানপাট বসায় দখলদাররা। খবর পেয়ে ওই কালিয়াকৈর বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরিক্ষক কামরুল পলাশ, ইন্সপেক্টর আবিদ হাসনাত, কালিয়াকৈর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারীসহ অন্যান্যরা। অভিযান চালিয়ে ওই বাজার এলাকায় সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট আবারো উচ্ছেদ করা হচ্ছে।
এসময় আইন অমান্য করার অপরাধে কয়েকজন দোকানীকে আটক করা হয়। খবর পেয়ে ওই বাজার বণিক সমিতির লোকজন ঘটনাস্থলে আর অবৈধ দোকানপাট বসানো হবে মর্মে জানালে তাদের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এ সময় আবারো দোকান বাসানোর অপরাধে কালাম মিয়া নামের এক দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল পণ্য বিক্রির অপরাধে লাবনী ষ্টোর-১ ও লাবানী ষ্টোর-২ এর মালিক দুলাল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ওই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ জানান, অভিযান চালিয়ে বাজার এলাকায় দখলমুক্ত করা হয়েছে। এসময় দুই দোকান মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ, খাদ্যে ভেজাল, ওজনে কারচুপির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//