ফজলুল হক, কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম সোলেমান মোল্লা (৪৫)। আগুনে তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উপজেলা প্রশাসনের মাধ্যমে তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তার দাফন কাফনের খরচ প্রশাসন বহন করবে।
উল্লেখ্য, উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শফিক খানের বাসা বাড়িতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই আগুনে দগ্ধ হন শিশু, নারী-পুরুষসহ ৩৬ জন। তাদের মধ্যে ৩৩ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে এবং আরো দুজন স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে গুরুতর কয়েকজন আইসিওতে ভর্তি আছেন। ঘটনাটি তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//