ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর কালিয়াকৈরে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমারত হোসেনকে সভাপতি ও দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তালতলী এলাকায় আনন্দ পার্কের অডিটরিয়ামে সাধারণ সভায় ২০২৩-২০২৫ইং এর জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক রূপবানী পত্রিকার কাজী আহসানুল হাবীব শেখর, সহ-সভাপতি দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার মোশারফ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাগর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার, দপ্তর সম্পাদক আনন্দ টেলিভিশনের আফসার খান বিপুল, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক আমাদের সময়.কম ও দেশ তথ্য বাংলা পত্রিকার ফজলুল হক, অর্থ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার মফিজুল ইসলাম রায়হান, সহ অর্ধ সম্পাদক মুভি বাংলা টেলিভিশনের মোক্তাদ হোসেন নাহিদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এশিয়ান টেলিভিশনের মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জাকির হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক বিভিসি বাংলা টিভির জিয়াউর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক আলোকিত কন্ঠ পত্রিকা মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক নাগরিক সংবাদ পত্রিকার মাসুদুর রহমান, নির্বাহী সদস্য-১ এটিএন টাইমস এর সালাউদ্দিন সৈকত, নির্বাহী সদস্য-২ দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার শহীদুজ্জামান।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post