টাঙ্গাইলের কালিহাতীর দেউপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে সাদিয়া (৮) ও জান্নাতি (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা সম্পর্কে খালা ভাগ্নী। শনিবার (২ সেপ্টেম্বর)
মৃত জান্নাতির নানা হুরমুজ আলি জানান, তিন জন সকাল ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী শহীদুল ইসলামের পুকুর পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে ওরা দুইজন গোসল করতে পুকুরে নামে। কিছুক্ষণ পর একজন দৌড়ে এসে জানালো ওরা দুজন গোসল করতে গিয়ে ডুবে গেছে। আমরা তাদেরকে পানি থেকে তুলে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
সাদিয়া শুক্রবার তার নানা বাড়ি উপজেলার দেউপুর গ্রামে বেড়াতে যায়। শনিবার সকাল ১০টায় খালার সাথে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
সাদিয়া কালিহাতী উপজেলার দৌলতপুর গ্রামের স্বপন তালুকদারের মেয়ে, জান্নাতি একই উপজেলার দেউপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।
ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুসসোবহান জানান শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post