Print Date & Time : 21 July 2025 Monday 1:43 pm

কালিয়াকৈরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বৃহস্পতিবার দুপুরে গত চার বছরের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে অবহিতকরণ সভা করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন।

ব্যাপক উন্নয়নের পরেও কিছুটা ঘাটতি ও বিড়ম্বনার চিত্র তুলে ধরেছেন বক্তারা। তবে খুব দ্রুত সেসব ঘাটতি ও বিড়ম্বনা কাটিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যায় জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।

এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন রানা, সাংবাদিক বৃন্দসহ অন্যান্যরা।

অবহিতকরণ সভা সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গত ২০১৯-২০ থেকে ২০২২-২৩ এই চার অর্থবছরে শুধু উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে বরাদ্দ ৭১ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৮৫ টাকার এবং ব্যয়িত অর্থ ৪৫ কোটি ৫২ লক্ষ ৩৩ হাজার ৫৯৩ টাকা। এর মধ্যে ২৮৯টি স্কীমে উন্নয়ন কর্মকা- তুলে ধরেন সংশ্লিষ্টরা। উন্নয়নের খাতগুলো হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পল্লী উন্নয়ন ও আর্থ সামাজিক, যোগাযোগ ও ভৌত অবকাঠামো। ওই সভায় বক্তারা উপজেলা পরিষদের অর্থায়ন ছাড়াও স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের বিশেষ নজরদারিতে কালিয়াকৈরে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। ব্যাপক উন্নয়নেও কিছু ঘাটতি ও বিড়ম্বনার চিত্র তুলে ধরেন বক্তারা।

দৈনিক দেশতথ্য///এস//