Print Date & Time : 22 April 2025 Tuesday 9:04 am

কালিয়াকৈরে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন শিকদারের বাসভবনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় ফ্লাইওভারে একটি মাইক্রোবাস থামে।
এসময় ওই চেয়ারম্যানের বাসভবনের ৩য় তলাকে লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেল বিস্ফোরণে ওই ফ্লোর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এসময় ভেঙ্গে যায় ওই ভবনের কয়েকটি জানালার গ্লাস । এ বিস্ফোরণের ঘটনায় ওই ভবনে বসবাসরত লোকজনসহ আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ওই ভবনের নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দ হয় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। কয়েকটি জানালার গ্লাসও ভেঙ্গে পড়ে।
ভুক্তভোগী উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার জানান, ভোরে দুর্বৃত্তরা আমার ভবনের তিন তলায় ককটেল বিস্ফোরণ ঘটায়। কিন্তু পুলিশকে জানালেও দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেননি। আমি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তারপরও আমার ভবনের ককটেল বিস্ফোরণের ঘটনো হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, বিষয়টি আগে কেউ আমাদের জানায়নি। কিন্তু বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিষয়টি দুঃখজনক। মনে হচ্ছে, এটা একটি পূর্ব পরিকল্পিত ভাবে নাশকতা ও সহিংসতার জন্য ঘটনানো হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। দুর্বৃত্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

দৈনিক দেশতথ্য//এইচ//