গাজীপুর কালিয়াকৈর নয়াপাড়া এলাকা থেকে শুক্রবার ভোর রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।
গরুর মালিক সেলিম হোসেন জানায় শুক্রবার রাতে তার একটি ষাড় গরু দুটি গাভী ও দুইটি বাছুরসহ পাঁচটি গরু গোয়ালে গরু রেখে ঘুমিয়ে পড়ে। রাত তিনটার দিকে ঘুম হতে উঠে গোয়ালে গরু দেখে আবার ঘুমিয়ে পড়ে । ভোর চার দিকে ঘুম থেকে উঠে আবারও গোয়ালে গরু দেখতে যান। তখন গোয়ালে গিয়ে দেখতেপান তার গোয়ালে একটি গরুও নেই । তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং চারিপাশের রাস্তা দিয়ে খোজ করতে থাকে। ইতো মধ্যে চুরের দল গরু নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া পাঁচটি গরুর আনুমানিক মূল্য ৫লক্ষ টাকা হবে। এলাকার যে সকল বাজারের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই সকল ফুটেজ দেখে সেলিম হোসেন অনেকটা নিশ্চিত হয়েছেন যে তার গরুগুলি চুরি করে একটি কাভার্ড ভ্যানে উঠিয়ে নিয়ে চুর চক্রটি পালিয়েছে। তবে কাভার্ড ভ্যানটির নম্বর চিহ্নিত করা সম্ভব হয়নি। এঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার সাব ইন্সিপেক্টর আরিফ হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post