কালিয়াকৈরে আইল্যান্ডের উপর দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার রাঁতে।
নিহত হলেন, গোপালগঞ্জের মোকসেদপুর থানার গোবিন্দপুর এলাকার আকমাল ফকিরের ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। তিনি স্থানীয় ইকোটেক্স লিমিটেড নামে পোশাককারখানার শ্রমিক ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছুটি শেষে তার কর্মস্থল
থেকে ভাড়া বাসায় ফিরছিলেন। ফেরার পথে রাঁত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের উপর পারাপার হচ্ছিলেন। এসময় আইল্যান্ডের থেকে নিচে মহাসড়কে পড়ে গেলে
দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস মারা যান। পরে ওই ঘাতক কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে
কাভার্ডভ্যানের চাকা ফেটে গেলে চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক
কাভার্ডভ্যানটি আটক করে।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলম হোসেন বিষয়টিনিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার স্বজনদের কাছে
হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post