Print Date & Time : 24 August 2025 Sunday 10:10 pm

কালিয়াকৈরে কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের একটি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে ওই কারখানায় হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের পরিধি বাড়তে থাকায় সাভার, কাশিমপুর ডিবিএল, জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ২ ঘন্টা পর মধরাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ওই কারখানার বিভিন্ন মালামল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//