ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় মঙ্গলবার সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক নওগা জেলার মান্দা উপজেলার নজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, নিহত ব্যাক্তি কালিয়াকৈর পৌর সভার হরিণহাটি এলাকার জয়নাল আবেদীনের সাততলা ভবনের নিরাপত্তাকর্মীর দায়ীত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার সাততলা ভবন থেকে পড়ে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এবিষয়ে ভবন মালিকের ভাই জিল্লুর রহমান জানান আব্দুর রাজ্জাক ছাদ থেকে পড়ে মারা গেছেন। কিন্তু কি কারনে বা কিভাবে পড়ে মারা গেছেন তা তিনি জানেন না।
এবিষয়ে কালিয়াকৈর থানার এসআই জামিনুর রহমান জানান, সাততলা ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তার্মীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। পোসমর্টামের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।\
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post