ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গলের ভেতর থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা করেছে পুলিশ।।
গতকাল সোমবার দুপুরে গতকাল দুপুরে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত হলেন- পাবনার ঈশ্বরদী থানার আওতাপাড়া এলাকার মৃত হাতেম মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৭)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি তার স্ত্রী-সন্তানকে নিয়ে উপজেলার ভান্নারা আমতলা এলাকার বাবু মোল্লার বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন।
গত বৃহস্পতিবার বিকেলে সাদ্দাম তার অটোরিকশা নিয়ে ভাড়া বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ হন সাদ্দাম। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর তার সন্ধান চেয়ে বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েও তার খোঁজ মেলেনি। গতকাল সোমবার সকালে বরাব উত্তরপাড়া একটি জঙ্গলের ভেতর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে মৌচাক পুলিশ ফাঁড়ি । পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে সাদ্দামের লাশ শনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক সাদ্দামকে হত্যা করা হয়েছে। পরে তার লাশ গভীর জঙ্গলে ফেলে রেখে গেছে ছিনতাইকারীরা। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//