ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর কালিয়াকৈরের দুয়ানী চালায় ডাকাতির ঘটনায় আবু হানিফ নামের আরও এক ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।
মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম পিপিএম জানান, ১৬দিন আগে উপজেলার দুয়ানী চালায় মোঃ মজনু মিয়ার বাসায় ডাকাতির ঘটনার পর থেকে ডাকাতির সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে একজনকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প
রে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ আবু হানিফ নামের অপর এক আসামিকে গ্রেফতার করে।
আবু হানিফ ঢাকা জেলার সাভারের ধামরাই বাশকোঠা এলাকায় তার শশুরবাড়ি বসবাস করতেন এবং সে নানা অপকর্মে লিপ্ত হয়। এরই মধ্যে আবু হানিফ একটি হত্যা মামলা জড়িয়ে পড়ে এবং পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে চালান করে। কোর্ট তাকে কাশিমপুর জেলে পাঠায় এবং দীর্ঘদিন জেল খাটেন। এসময় জেলখানায় অন্যান্য মামলার আসামী শাহ-আলম, সামছু, আব্দুল করিম ও মোখলেছের সাথে পরিচয় হয়। পরে হানিফ জেল থেকে বেড়িয়ে আসে।
জানা যায়, জেলে পরিচয়ের সুত্রে গত ১৯ জুলাই শাহআলম ফোন করে হানিফকে বলে একটি কাজ আছে এবং রাত ১০টায় তাকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা গিয়ে দেখা করতে বলে। তার সাথে দেখা করে । তখন শাহআলম, সামছু,করিম ও মোখলেছ বারেক তার সাথে যোগ দেয়। ওই দিন রাতেই একটি অটোরিক্সাযোগে তারা উপজেলার মধ্যপড়ার জামালপুর বাজারে আসে। এখানেও আর ৭/৮জন যোগ দেয়। পরে তারা মজনু মিয়ার বাসার নীচতলার তালা ভেঙ্গে দোতলায় উঠে নগদ টাকা, স্বর্ণ রুপা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মজনু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দৈনিক দেশতথ্য//এস//