Print Date & Time : 14 September 2025 Sunday 8:22 pm

কালিয়াকৈরে ঢিলেঢালা হরতাল

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে সকাল সন্ধা হরতাল আহবান করেছে বিএনপি। এর অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরেও গতকাল রোববার ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। হরতালে মহাসড়কে দুরপাল্লার বাস কম থাকলেও স্থানীয় যানবাহন ছিল অনেকটাই স্বাভাবিক। তবে যাত্রীরা আতঙ্কে থাকলেও মাঠে ছিল না বিএনপির নেতাকর্মীরা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি- জামায়াতের ডাকা সারা দেশে গতকাল রোববার সকাল সন্ধা হরতাল কর্মসূচী ছিল। গত শনিবার রাঁত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় কয়েকজন লোক টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়া হরতালে কালিয়াকৈরে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। গতকাল রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন দুরপাল্লার বাস কম থাকলেও স্থানীয় যানবাহন চলাচল করেছে চোখে পড়ার মতো। কিন্তু হরতালে আতঙ্কে লোকজন খুব একটা রাস্তায় দেখা যায়নি। এদিকে হরতালে যেকোনো অপ্রীকর ঘটনা এড়াতে বেশ তৎপর ছিল পুলিশ।

নাওজোড় হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন জানান, বিএনপি’র ডাকা হরতলের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত ছিল। যানবাহন ও জনগনের জানমাল রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//