Print Date & Time : 7 July 2025 Monday 7:13 pm

কালিয়াকৈরে বসত-বাড়িতে আগুন

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধ : গাজীপুরের কালিয়াকৈরে একটি বসত-বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আগুনে পুড়ে গেছে ওই বসত-বাড়ির দুটি কক্ষ, কক্ষের ভিতরে থাকা বিভিন্ন মালামাল।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি সোহাগিরটেক এলাকার নুরুল ইসলামের বসত-বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গতকাল রোববার সকাল ১০টার দিকে শূণ্য বসত-বাড়িতে হঠাৎ আগুন জ্বলে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌছানের আগেই আশপাশের লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই বসত-বাড়ির টিনসেটের দুটি কক্ষ, কক্ষের ভিতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ক্ষতিগ্রস্থ নুরুল ইসলাম জানান, আমরা কেউ বাড়িতে ছিলাম না। শূন্য বাড়িতে কিভাবে আগুন ধরলো? সেটা বুঝতে পারছি না। তবে আগুনে পুড়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আসার আগেই জনগণ চেষ্টা চালিয়ে ওই বাড়ির আগুন নেভান। পরে আর ফায়ার সার্ভিস আসেনি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//