Print Date & Time : 24 April 2025 Thursday 4:12 am

কালিয়াকৈরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, ১৪ লাখ টাকার মাল লুট

ফজলুল হক , কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুর কালিয়াকৈরের দোয়ানীচালা এলাকার মজনু মিয়া নামের এক কাঠ ব্যবসায়ীর বাড়িতে বুধবার দিবাগত গভীর রাতে ডাকাতি ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতদল নগদ আট লক্ষ টাকা ও ছয় ভরি স্বর্ণসহ চৌদ্দ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এলাকাবাসী ও বাড়িরমালিক মজনু মিয়া জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ১০/১২জনের একটি ডাকাতদল বাসার নীচতলার কেচি গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে বাসার দোতলায় উঠে বাসার সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে মোবাইল সেট হাতিয়ে নিয়ে পরে বাসার সমস্ত মালামাল তছনছ করে ।
এসময় ডাকাতদল নগদ আট লক্ষ টাকা ও ছয় ভড়ি স্বর্ণসহ চৌদ্দ লক্ষ টাকার মালামাল লুট শেষে বাসার সবাইকে একটি রুমে নিয়ে বেঁধে রেখে তারা পালিয়ে যায়।

ডাকাতদল চলে গেলে মজনু মিয়ার ডাকচিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি জানান, তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল তার নগদ টাকা, স্বর্ণলন্কারসহ প্রায় চৌদ্দ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

এলাকাবাসী বিষয়টি মৌচাক ফাড়ির পুলিশকে জানালে রাতে রাস্তায় ডিউটিরত পুলিশ তাৎক্ষনিক ঘটনা স্থলে যায়। কিন্তু পুলিশ ঘটনা স্থলে যাওয়ার আগেই তারা মালামালসহ পালিয়ে যায়।

এব্যাপারে মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ শহীদুল ইসলাম (পিপিএম) জানান, ডাকাতির সংবাদ জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ডাকাতির সাথে জড়িতদের আটকের জন্য ডাকাত কবলিত এলাকার বিভিন্ন রাস্তায় চেকপোষ্ট বসিয়ে তল্লাসিসহ প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। হয়তো আরও কিছুক্ষন আগে সংবাদ পেলে আটক করা সম্ভব হতো। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশতথ্য///এস//