গাজীপুরের কালিয়াকৈরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকায় নিজের ঘর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকার সোহরাব বয়াতীর ছেলে আমির হামজা (৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আমির হামজা দীর্ঘদিন ধরে বিভিন্ন পাড়া-মহল্লায় গান-বাজনা করে এবং ঘর ও দোকান ভাড়া দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু গান-বাজনা করার সুযোগে নেশাও করতেন আমির হামজা। স্ত্রী পলি আক্তার, মেয়ে হাফিজা আক্তার(১৭) ও রিয়া আক্তার (১৫) ও পাঁচ বছরের ছেলে রোহান হোসেনকে নিয়েই তার সংসার। গত কয়েকদিন আগে তার স্ত্রী তিন সন্তান নিয়ে বাবার বাড়ি টাঙ্গাইলে বেড়াতে যান। এ কারণে গত শনিবার রাঁতে নিজের ঘরে একাই শুয়ে ছিলেন আমির হামজা। কিন্তু ওইদিন রাঁতের কোনো এক সময় নিজের ঘরে ঢুকে সাদা কাপড় দিয়ে তার মুখ বেঁধে দারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু গভীর রাঁতে প্রকৃতির ডাকে সারা দিতে তার ঘরের দরজা খোলা দেখতে পান পাশের ঘরের ভাড়াটেরা। পরে তারা ঘরে ভেতরে উকি দিয়ে বিছানার ওপরে উলঙ্গ অবস্থায় আমির হামজার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে উলঙ্গ অবস্থায় নিহতের গলা কাটা লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কাহারা পূর্ব শত্রুুতা বা টাকা-পয়সা লুট অথবা মাদককে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post