জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি কে ফোন করে অনৈতিক নানা সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেয়া সহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে প্রতারক চক্র। এই উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপির বাড়ি। এই সুবিধাটি কাজে লাগাতে চক্রটি ফাঁদ পেতে ছিল।
গতকাল বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসূল জানান, ইউএনও স্যার বিষয়টি মৌখিক ভাবে থানায় অবগত করেছেন। গতকাল বুধবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র নানা প্রতিষ্ঠান ও চেয়ারম্যানদের অনৈতিক সুবিধা দিয়ে অর্থ চায়।
ইউএনও আব্দুল মান্নান জানান, প্রথমে গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুর আমিন আমাকে বিষয়টি জানাই। তারপর কালীগঞ্জ থানায় বিষয়টি অবগত করেছি। সকালে জেলা প্রসাশকের কার্যলয়ে সরকারি কাজে গিয়েছিলাম। ওই সময় অফিসের নাম্বার থেকে ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্নজনকে ফোন দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার খবর পাই। চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের লোকজন বিষয়টি ধরতে পেয়ে প্রতারণা হতে রক্ষা পায়।
গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুর আমিন জানান, জেলা প্রশাসক কার্যালয় থেকে উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের কাছে ফোন দিয়ে সরকারি বরাদ্দ এনে দেওয়ার কথা বলে টাকা দাবি করে। কেউ প্রতারিত হয়েছে কিনা তার জানা নেই।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//