Print Date & Time : 24 August 2025 Sunday 3:47 am

কালীগঞ্জে অবৈধ চাইনিজ জাল পুড়িয়ে ধ্বংস

লালমনিরহাট প্রতিনিধি:
নদী-নালা- খাল-বিল হতে দেশি মাছের রেণু ধ্বংসকারী বিপুল পরিমাণ রিং চাইনিজ জাল আটক করে পুড়িয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতী নদীতে মৎস্য বিভাগ ও ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং চাইনিজ জাল আটক করেছে।

পরে জব্দকৃত জাল নদী পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো.সাইয়েদুল মুফাসসালিন প্রমুখ। কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো.সাইয়েদুল মুফাসসালিন বলেন, নিষিদ্ধ জাল ও মাছধরার ফাঁদ ব্যবহার করে খাল, বিল, নদী, নালা হতে মাছ ধরা হয়। নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ জালে আটকা পড়ে মাছের রোণু পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। মঙ্গলবার হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২০টি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।