Print Date & Time : 10 May 2025 Saturday 8:49 pm

কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মনোয়ারা খাতুন (৪৫) নামের নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তৈলকুপ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনোয়ারা ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মাদক বিক্রির খবর পেয়ে তৈলকুপ গ্রামে অভিযান চালানো হয়। সেসময় অন্যরা পালিয়ে গেলেও হাতে নাতে ১০০ পিচ ইয়াবাসহ মনোয়ারা খাতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় আরও ১০০ পিস ইয়াবা। এ ঘটনায় মনোয়ারার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মনোয়ার খাতুন একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক দেশতথ্য//এল//