ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে ইউসুফ আলী নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে।
রবিবার ভোরে কাঠাঁলিয়া সুন্দরপুর এলাকায় ট্রেন লাইনে এই ঘটনা ঘটেছে।সে বরিশাল এলাকার নুরুল ইসলামের ছেলে আহত ইউসুফ আলী।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ভোরে সংবাদ শুনে উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকার ট্রেন লাইনের পাশ থেকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানিয়রা জানান কাঠাঁলিয়া সুন্দরপুর কি জন্য গিয়েছিলেন সে সম্পর্কে জানতে পারিনি।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জানান, ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছিল। তার অবস্থা খুবই খারাপ হওয়াতে ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুন ২০২৩

Discussion about this post