Print Date & Time : 28 August 2025 Thursday 3:17 pm

কালীগঞ্জে ট্রেনে কেটে অজ্ঞাত নারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ।।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রেনে কেটে অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

বারবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশে^র হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে বারোবাজার স্টেশনের সন্নিকটে ২১নং ব্রীজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাঁটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাঁটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

আর//দৈনিক দেশতথ্য//২৭ সেপ্টেম্বর-২০২২