Print Date & Time : 11 May 2025 Sunday 10:25 am

কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামের দাউদ হোসেন ও আব্দুস সাত্তার পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নেওয়ার জন্য সীমানা দিতে যায়। এ সময় অপরপক্ষের আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এল//