Print Date & Time : 21 April 2025 Monday 2:43 pm

কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশু জিসান হোসেন যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে আসে শিশু জিসান। মঙ্গলবার সকালে ৩ জন বিভিন্ন গাছ থেকে জাম সংগ্রহ করে। এরপর জাম খেয়ে তারা একটি পুকুরে গোসল করতে নামে। এরমধ্যে শিশু জিসান পানিতে ডুবে যায়। এরপর তার সাথে থাকা দুইজন স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে শিশু জিসানকে পুকুরে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, শিশু জিসানের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ জুন ২০২৩