Print Date & Time : 11 May 2025 Sunday 5:23 pm

কালীগঞ্জে বাস উল্টে হেলপার নিহত, আহত-২০

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে আরো ২০ যাত্রী।

নিহত ইব্রাহিম ওই বাসের হেল্পার এবং কাালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

শুক্রবার সাড়ে ১২ টার দিকে কেয়াবাগান তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় পড়া শাপলা পরিবহনের বাসটি (যশোর জ-১৪-০৯৯০) যশোর থেকে যাত্রি নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার রবিউল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌছে ৬জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে যোগ করেন এ ফায়ার ফাইটার অফিসার।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা হত্যহতের সত্যতা নিশ্চিত করে জানান, একটি বেপরোয়া মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্পে পড়ে বাসটি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ মার্চ ২০২৩