Print Date & Time : 1 July 2025 Tuesday 11:58 pm

কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষাবৃত্তি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ওঠো,জাগো,শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত, এই শ্লোগান নিয়ে  ৫০জন  নারী শিক্ষার্থীকে বিকশিত নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বিকশিত নারী ও শিশু কল্যান সংস্থা ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।

বৃহষ্পতিবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহজাহান আলী বিপাশ, মিজানুর রহমান, সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের ফাওজুর রহমান সাবিত,আব্দুর রহমান, ইতি ব্যানার্জী প্রমুখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার  বিভিন্ন এলাকার স্কুল পর্যায়ের ২০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে মাসিক ৪০০  টাকা হারে তিন  মাসের ১ হাজার ২শ’ টাকা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০জন মেয়েকে মাসিক ৫শ’ টাকা হারে তিন মাসের ১ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।

আর//দৈনিক দেশতথ্য//৪ আগষ্ট-২০২২