Print Date & Time : 3 July 2025 Thursday 7:48 am

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট: জেলার কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (১৪) স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মুরগির খামারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায় শাহীন। সে নিথক এসএইচপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। দূর্ঘটনাবশত খামার ঘরের ছাদে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু হয়। গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। কালীগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//