জেলার কালীগঞ্জ উপজেলায় আজ শুক্রবার সকালে থাকার ঘর থেকে খোকা মিয়া(৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা। খোকা মিয়ার রুম থেকে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বৃদ্ধার লাশ প্রতিবেশীরা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে। এসময় খোকা মিয়া বাড়িতে একা ছিলেন। তার স্ত্রী জোসনা বেগম তার স্বামী রেখে জয়পুরহাটে নিকট আত্নীয়র বাড়িতে বেড়াতে গিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি গোলাম রসূল জানান, বৃদ্ধা ২/৩ তিনদিন আগে মারা গেছে। ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//

Discussion about this post