Print Date & Time : 8 July 2025 Tuesday 7:50 pm

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে
বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-যশোরের চাচড়া এলাকার খয়বার আলী মোল্লার ছেলে ওহিদুজ্জামান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের মকছেক মল্লিকের লুৎফর রহমান।
কালীগঞ্জের স্থানীয় সংবাদ কর্মী আরিফ মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত দেড়টার দিকে খয়েরতলা কোল্ড স্টোরের সামনে একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাড়িয়ে ছিল। সেসময় বগুড়া থেকে যশোরগামী পাবদা মাছের পোনা ভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহিদুজ্জামান ও লুৎফর রহমান নিহত হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার ঘটনার সংবাদ শুনে আমরা সেখানে গিয়ে তাদের মৃত অবস্থায় পেয়েছি। তাদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//