Print Date & Time : 25 August 2025 Monday 11:20 am

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের দুলাল মুন্দিয়া বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় আইয়ুব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব হোসেন (৬৫) খামার মুন্দিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, আইয়ুব হোসেন দুলাল মুন্দিয়া বাজারে দীর্ঘদিন দিন ধরে দর্জির দোকানে কাজ করতো। সকালে বাড়ি থেকে বাজারে চা নাস্তা করতে এসেছিলো। এসময় সড়ক পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থানে তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি উপজেলার ভাতঘরা গ্রামের ভিতর গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে কালীগঞ্জ থানা ও বারবাজার হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পিকআপ ভ্যান তাদের হেফাজতে নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//