Print Date & Time : 20 April 2025 Sunday 3:53 pm

কালীগঞ্জে ২ সুদের কারবারী আটক ২২ লাখ ৫০ হাজার টাকা জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুই ভাইকে আটক করা হয়। তারা ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলো। সুদের টাকা দেওয়ার সময় বøাঙ্ক চেক ও স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নেয়।

পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলো। সুদের কারবারি রেজাউল ও শরিফুলের জোরজোবরদস্তিতে অতিষ্ঠ হয়ে সুদে টাকা নেওয়া ব্যক্তিরা থানায় অভিযোগ দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগীতায় সকালে তাদের আটক করে।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতার তালিকা খাতা। বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রæত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৬ ফেব্রুয়ারি ২০২৩