Print Date & Time : 28 July 2025 Monday 2:03 am

কালী শঙ্করপুরের প্রবীণ ব্যবসায়ী হাজি আবুল বাশার আর নেই

রফিকুল্লাহ্ কালবী, কুষ্টিয়া:
কুষ্টিয়া কালী শঙ্করপুরের হাজি আবুল বাশার মারা গেছেন।

তার ছেলে কবি পিয়ারুল ইসলাম জানান, গতকাল রোববার সকাল পৌনে দশটায় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। হাজি আবুল বাশার বড় বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ছিলেন। কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। ডক্টরস ল্যাবেরও প্রতিষ্ঠাতা। ইসলামপুর শাহী জামে মসজিদের তিনি ৪০ বছর ধরে কমিটির সেক্রেটারি ছিলেন। চাঁদাগাড়ার মাঠ সংলগ্ন ঈদগাহ ময়দানের তিনি দীর্ঘদিন সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি অনেক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
খাঁন প্রকাশনী, শহীদ আবরার ফাহাদ স্মৃতি পাঠাগার, বিষাদসিন্ধু সাহিত্য চর্চা কেন্দ্র, বিন্না কবিতায়ন, সুন্দরম মধুরম মিস্টিসিজম, সোনালী দিনগুলি সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে সমবেদনা।