Print Date & Time : 2 July 2025 Wednesday 8:10 am

কালো পতাকাসহ ব্যবসায়ীদের ধর্মঘট

মেহেরপুরে র্কোট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে দোকান বন্ধ রেখে কালো পতাকা হাতে নিজ নিজ দোকানের সামনে অবস্থান করেন ব্যবসায়ীরা।

শনিবার সকাল ১১ টার দিকে হোটেল বাজার মোড়ে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা একত্রিত হয়ে কালো পতাকা হাতে অবস্থান ধর্মঘট পালন করেন।

এসময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে, সিনিয়ন সহ-সভাপতি শেখ মমিনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য,  গত ০৭ জুন মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান আদালতে বিচার চলমান থাকা অবস্থায়  উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির ৫ দিনের কর্মসূচির তৃতীয় দিন সকাল ১১ টায় দোকান বন্ধ করে কলো পতাকা সহ ২৫ মিনিট অবস্থান করবে, এ সময় কোন বেচা কেনা হবে না।

মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত পরবর্তি  কর্মসূচির মধ্যে রয়েছে  ১২ জুন সকাল সাড়ে ১০ টায় কাফনের কাপড় সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি, প্রয়োজনের হরতালের মত কর্মসূচি ।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//