Print Date & Time : 15 May 2025 Thursday 3:58 am

কাল রাজশাহীর মাঠ মাতাবে ঢাকা ও চট্টগ্রামের দুই ক্লাব

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: ঢাকা ও চট্টগ্রামের দুই ফুটবল ক্লাব রাজশাহীর মাঠ মাতাবে আগামীকাল বুধবার (২৯ মে)।

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী ভেন্যুতে ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মোকাবেলা করবে।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি উপভোগ করার জন্য কোন টিকেট লাগবে না। গ্যালারি সবার জন্য উম্মুক্ত।

মঙ্গলবার বিকেলে ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেড রাজশাহীর একটি ফুটবল একাডেমি মাঠে অনুশীলন করে।

আগামীকালের এই ফুটবল ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) রাজশাহী ভেন্যুর ম্যাচ।

দৈনিক দেশতথ্য//এইচ//