ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নির্মাণাধীন একটি টানেল ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে।
শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা ওই মৃতদেহ খুঁজে পান। খবর আল-জাজিরার।
নিহতদের মধ্যে ৫ জন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের, ২ জন ভারতের প্রতিবেশী দেশ নেপালের নাগরিক, ১ জন আসাম রাজ্যের এবং বাকি ২ জন জম্মু-কাশ্মীরের স্থানীয় বাসিন্দা।
এর আগে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের রাম্বান জেলায় এই দুর্ঘটনা ঘটে। পরে দীর্ঘ ৩৬ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতেরা টানেলটিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
জা//দেশতথ্য//২২-০৫-২০২২//১০.১৮ এ এম

Discussion about this post