নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঠান্ডা মাথার ভয়ংকর এক খুনির নাম শিমুল ভূঁইয়া। তার অন্তত ৬টি ছদ্ম নাম রয়েছে।
প্রকৃত নাম মাহমুদ হাসান ভূঁইয়া (৫৪)। তবে ফুলতলা উপজেলায় শিমুল ভূঁইয়া নামে পরিচিত।
তবে বিভিন্ন অঞ্চলে তিনি সৈয়দ আমানুল্লাহ, আমানুল্লাহ সাঈদ, শিহাব, আবুল ফজল, ফজল মোল্লা ও ফজলসহ বিভিন্ন ছদ্মনামে পরিচিত। এক কথায় বহুরূপি চরিত্র শিমুল ভূঁইয়ার। তিনি খুলনার ফুলতলা উপজেলা সদরের দামোদর গ্রামের মৃত নাসির ভূঁইয়ার ছেলে। ৬ ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই বোনের মধ্যে ছোট বোন লুচির স্বামী নিষিদ্ধঘোষিত চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) শীর্ষ নেতা মোফাখখারুল ইসলামের হাত ধরে ১৯৮৩-৮৪ সালের দিকে চরমপন্থী রাজনীতিতে শিমুলের প্রবেশ। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী কোটচাঁদপুর পৌর মেয়রের ভাই আক্তারুজ্জামান শাহীনের ফুফাতো ভাই শিমুল ভূইয়া। শিমুল ভূইয়া ওরফে আমানের হাতে বহু মানুষের রক্ত রয়েছে। ৫ম শ্রেণিতে পড়া অবস্থায় চরমপন্থীদলে যোগ দিয়ে একের পর এক খুন করেছে শিমুল ভূইয়া। জাতীয় পার্টির আমলে খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের তত্কালীন চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেনকে সকাল ১০টার দিকে শোলগাতিয়া বাজারের একটি মিষ্টির দোকানে গুলি করে হত্যার মধ্যদিয়ে আলোচনায় আসেন শিমুল ভূইয়া। তারপর বহু মানুষের প্রাণ কেড়েছে চরমপন্থী শিমুল।
যশোর কোতয়ালি ও অভয়নগর থানাতেই ৮টি মামলার খোঁজ পাওয়া গেছে। শিমুল ভূঁইয়ার বিরুদ্ধে দুইটি হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ ফুলতলা, যশোর সদর থানা ও যশোরের অভয়নগর থানায় আটটি মামলার খোঁজ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আর কী কী মামলা রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের তত্কালীন চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেনকে মিষ্টির দোকানে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে শিমুল ভূঁইয়ার নাম প্রথম আলোচনায় আসে। এরপর একই ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হোসেনকে হত্যা করে সে। এছাড়া ফুলতলা উপজেলার পার্শ্ববর্তী যশোরের অভয়নগর উপজেলার গণেশ নামে এক জনকে ও ইমান আলী নামে আরেক জনকে হত্যা করে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠে শিমুল। এ দুটি মামলায় শিমুল ভূঁইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন।
সর্বশেষ তার নাম জড়িয়েছে ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের সঙ্গে। ইতিমধ্যে ঢাকায় গোয়েন্দা পুলিশের জালে আটক হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//