Print Date & Time : 4 April 2025 Friday 3:34 am

কিশোরগঞ্জের এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) এমপি আফজাল সুজের মালিক আফজাল হোসেনকে মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) ভোরবেলা মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় আশ্রয়দাতা মামুন সু কোম্পানির কর্মচারি মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারি ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান সনাক্ত করে।

আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যা নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে গ্রেফতারকৃতকে তাদের কাছে সোপর্দ করা হবে।