কিশোরগঞ্জে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৮ (আগস্ট) সোমবার রাত ১.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার হাজিরগল এলাকা থেকে ইয়াবা বিক্রি করার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী লিটন মিয়া কিশোরগঞ্জের সদর উপজেলার হাজিরগল এলাকার বাসিন্দা ও মৃত আবুল হাশেমের ছেলে।
গ্রেফতারকৃত লিটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ সদরসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ/