Print Date & Time : 3 July 2025 Thursday 12:11 am

কিশোরগঞ্জে ফুটবল খেলা দেখতে হাজারো মানুষের ঢল

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে“গচিহাটা পল্লী একাডেমী ক্লাব কাপ-২০২২” এর ৪র্থ কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেলে গচিহাটা পল্লী একাডেমী ও কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলা উপভোগ করতে কয়েক হাজার মানুষ ভিড় জমান। পিরিজপুরের ব্ল্যাক স্মাবা ফুটবল একাডেমী বনাম পুলেরঘাট ভূঁইয়া ফুটবল একাডেমীর মধ্যকার জমজমাট ও উত্তেজনাপূর্ণ এ খেলায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে বিজয়ী হয় পুলেরঘাট ভূঁইয়া ফুটবল একাডেমী।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ হতে এমপি পদের মনোনয়ন প্রত্যাশী একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডাক্তার একেএম শহিদ উল্লাহ এবং বাজিতপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. বেলায়েত হোসেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গচিহাটা পল্লী একাডেমির প্রধান শিক্ষক জাকিয়া বেগম।

দৈনিক দেশতথ্য//এল/