শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সর্বাত্নক কর্মবিরতি পালন করেছে কিশোরগঞ্জের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ শাখা।
সোমবার (২ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জে সকাল নয়টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেয় সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
প্রসঙ্গত, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীত করা, শিক্ষা ক্যাডারকে নন-ভ্যাকেশন সার্ভিস ঘোষণা করে অর্জিত ছুটি দেওয়া, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা নিশ্চিত করা, প্রাথমিক ও মাদরাসা শিক্ষা অধিদফতরের নিয়োগবিধি বাতিল করা, শিক্ষা ক্যাডারের পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও শিক্ষা ক্যাডারে প্রয়োজনীয় পদ সৃষ্টির দাবিতে সারাদেশে আজ একযোগে কর্মবিরতি পালন করা হয়। এ সময় শিক্ষকরা সমস্যার সমাধান না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কথা তুলে ধরেন৷
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post