দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৬ প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের এ জামানত বাতিল হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৪ আসনে ৬ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক। মোট প্রাপ্ত ২ লাখ ১৬ হাজার ৮ শত ২৮ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৭ শত ৩৮ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৭ শত ৩৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব।
বাকি চার প্রার্থীর মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খাঁন (মোমবাতি) ২ হাজার ২ শত ৮১, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র মো. জয়নাল আবদিন (আম) ১ হাজার ২ শত ৫৩, বাংলাদেশ কংগ্রেস পার্টির আ. মজিদ (ডাব) ৯৯৯ ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মো. শরীফুল আহসান (গামছা) ৮২২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। বাতিল হয়েছে ২ হাজার ৪ শত ২২ ভোট। এ আসনে ভোটের শতকরা হার ৫৭.৩৬ শতাংশ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪

Discussion about this post