বরগুনায় ডিবি পুলিশের অভিজানে মাদকদ্রব্য সহ কিশোর গ্যাং এর ছয় সদস্য গ্রেফতার।
গতকাল (১৭মে) আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা’র অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান এর নেতৃত্বে এসআই মোঃ জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই আসামীদের গ্রফতার করা হয়।
এছাড়াও কিশোর গ্যাং গ্রুপ হোতা বাপ্পীর নেতৃত্বে এবার এক কলেজ ছাত্রকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করার ঘটনায় বরগুনা ডিবি পুলিশের অভিযানে রাত ১ টার দিকে তার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, তন্ময় কর্মকার(২৫), পিং- শ্যামল কর্মকার , সাং- কলেজ রোড ৮নং ওয়াড বরগুনা পৌরসভা, মোঃ ইউনুস চৌধুরী নোমান (২৬) পিং- আঃ রব, সাং- মুসলিম পাড়া, কলেজ রোড ৮নং ওয়ার্ড এবং মোঃ তরিকুল ইসলাম (২৬) পিং-গোলাম সরোয়ার, সাং- আমতলার পাড় গাজা সহ গ্রেফতার করা হয়। কিশোর গ্যাং বাপ্পি গুরুপের সদস্য হেউলিবুনিয়া গ্রামের সিয়াম (১৬) ও জাহিদ (১৯) গ্রেফতার করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্য মোঃ শহিদুল ইসলাম বলেন, গতকাল রাত পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই মোঃ মারুফ আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের নাথপট্টি লেকের পশ্চিম পাশে পাকা সড়কের উপর থেকে ৪ জন এবং হেউলিবুনিয়া গ্রাম থেকে দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত পৃথক মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বরগুনা থানায় সোপর্দ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ মে ২০২৩

Discussion about this post