Print Date & Time : 23 April 2025 Wednesday 5:31 pm

কুঠিবাড়িতে দৌলতপুর শিল্পকলা একাডেমির পরিবেশনা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি শিলাইদহ কুঠিবাড়িতে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ৩দিন ব্যাপী অনুষ্ঠানে প্রথমদিন গতকাল সোমবার বিকাল ৪.৩০টা থেকে ৫.৩০টা পর্যন্ত কবিতা, রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের পর কুঠিবাড়ি চত্বরের জন্মোৎসব মঞ্চে দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সরকার আমিরুল ইসলামের নেতৃত্বে শিল্পীবৃন্দ কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করে।

এসময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শাহীন সরকার ও জেলা কালচারাল অফিসার সুজন রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন এবং কুঠিবাড়ির রবীন্দ্র জয়ন্তী উৎসবে যোগ দেওয়া দর্শকরা দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা উপভোগ করেন।

শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর ৩দিনের এ অনুষ্ঠান আগামী বুধবার রাতে শেষ হবে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ০৮,২০২৩//