Print Date & Time : 19 April 2025 Saturday 4:37 am

কুড়িগ্রামের উলিপুরের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি

‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি।’ -স্লোগানে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফিনিক্স এর আয়োজনে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
বক্তারা উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার প্রতি গুরুত্বসহ শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়াও মাদক থেকে দূরে থাকার সুপরামর্শ প্রদান করেন এবং সকলকে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এসময় সংগঠনটির সভাপতি মিনহাজুল আবেদীন মুরাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ, বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয় ও বুড়াবুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।