Print Date & Time : 16 April 2025 Wednesday 10:54 am

কুড়িগ্রামের উলিপুরে ২৯তম বইমেলার উদ্বোধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: বিবর্তনের অংকুর’ এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ২৯তম বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ফ্রেন্ডস ফেয়ার নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠনের আয়োজনে ৭দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও কলামিষ্ট এবং দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সপ্তাহব্যাপী এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য সাদিয়া ইসলাম রাইসা, তানজিয়া সরদার ও জিয়ন রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সংগঠনটির স্থায়ী পরিষদের সদস্য রেজওয়ানুল করিম লালন। বিশেষ অতিথি ছিলেন, এন.এস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন, কৃষিবিদ জুলফিকার আলী সেনা, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনসারী, প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডস ফেয়ারের সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা বলেন, উলিপুরের এটি একটি ঐতিহ্যবাহী বই মেলা। ২৯ বারের মতো অনুষ্ঠিত হলো এবারের বইমেলা। মেলায় ১৯টি স্টল রয়েছে। এবারের বইমেলায় কিছুটা নতুনত্ব নিয়ে আসা হয়েছে।