Print Date & Time : 14 May 2025 Wednesday 11:31 pm

কুড়িগ্রামের বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ১

 শাহীন আহমেদ, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ চাষী কাইয়ুম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

 গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কাইয়ুম চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষীকাইয়ুমকে বাড়ী থেকে গ্রেফতার করে।

এসময় তার বসতবাড়ীর আঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষী কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//