Print Date & Time : 19 April 2025 Saturday 1:48 pm

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রোগ্রেসিভ রিপোর্ট প্রদান, পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপার গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতাগনের মধ্যে অন্যতম হাফেজ রুহুল আমিন প্রধান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার অভিভাবক রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, সহঃ সুপার মুবাশ্বেরুল আলম, শিক্ষক মাওঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আলক্তগীন সরকার খোকন।

এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা করা হয়।
পরে ২০২৪ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রেস রিপোর্ট প্রদান ও পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।