শাহীন আহমেদ, কুড়িগ্রাম : আজ কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষা বঞ্চিত ও অসহায় ১ হাজার ৪ শত ৯৩ জন শিশুদের মাঝে গুড নেইবারস এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি ম্যানেজার রোমিও রতন এর সভাপতি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া পারভীন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর প্রাথমিক শিক্ষা অফিসার এস.এন শরিফুল ইসলাম, যাএাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর ও প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার, নাজমুল হক প্রশাসনিক কর্মকর্তা যাএাপুর ইউনিয়ন পরিষদ, নিশিতা আক্তার নাজমা সভাপতি যাএাপুর গুডনেইবারস মহিলা উন্নয়ন সমবায় সমিতি লি:,গুডনেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রাম অফিসার সিডিপি প্রোগ্রাম বাবু মন্ডল। অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনের দায়িত্বে ছিলেন মনিরা আক্তার।
এসময় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া পারভীন জানান চরাঞ্চলের অবহেলিত ও শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য গুড নেইবারস বাংলাদেশ সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছেন।
এ সময় কুড়িগ্রাম সদর প্রাথমিক শিক্ষা অফিস এস.এন শরিফুল ইসলাম জানান ভবিষ্যতে যাতে কুড়িগ্রামের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই প্রচেষ্টাই গুডনেইবারস্ বাংলাদেশের।
এম/দৈনিক দেশতথ্য//