কুড়িগ্রামে ইউনাটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-ইউসিবি’র নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের প্রেসক্লাব এলাকায় ব্যাংকের উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ কাদরী। এটি ইউসিবি’র ২১৭তম শাখা। রংপুর বিভাগে এই শাখার মাধ্যমে বিভাগের ৮টি জেলায় ইউসিবি’র শাখা স্থাপন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, ব্যাংকের ব্রান্চ ম্যানেজার শামীম ফেরদৌস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাওহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ বাবুল, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুর বখত প্রমুখ।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ কাদরী জানান, বাংলাদেশের পুরাতন বেসরকারি প্রতিষ্ঠিত ব্যাংকের মধ্যে এটি অন্যতম। এখানে সব ধরণের ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে নারী উদ্যোক্তা ও প্রান্ত্মিক কৃষককের জামানত ছাড়াই লোন সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।
এবি/দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//

Discussion about this post