শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে আয়োজিত ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে জেলা স্টেডিয়ামে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২৫-এর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সকল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু প্রমূখ।
ফাইনাল খেলায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২৭ এবং কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ব্যাচ ২৫ মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।