Print Date & Time : 17 July 2025 Thursday 8:35 am

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী আটক

শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের ভূরম্নঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফারুক মিয়া (৩৩) ও শাহজাহান আলী (৪৩)।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তাদেরকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

ফারুক মিয়া ভূরম্নঙ্গামারীতে একটি গ্যারেজে কাজ করে। সে রংপুর জেলার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলী ভূরম্নঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের শামসুল হকের ছেলে।

ভূরম্নঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী ফারুক মিয়াকে ১৯০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারীকে আটক করা হয়। উভয়ের বিরম্নদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রোববার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//১১ সেপ্টেম্বর-২০২২